ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

হাই জাম্পে মাহফুজুরের ব্রোঞ্জ জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
হাই জাম্পে মাহফুজুরের ব্রোঞ্জ জয়

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের এবারের আসরে ইরানের রাজধানী তেহরানে গতকাল ৪০০ মিটার ইভেন্টে দেশকে স্বর্ণ এনে দিয়েছিলেন জহির রায়হান। আজ হাই জাম্প ইভেন্টে দেশকে আরও একটি পদক এনে দিলেন অ্যাথলেট মাহফুজুর রহমান।

২.১৫ মিটার ক্লিয়ার করে চীনের মা জিয়ার সঙ্গে যৌথভাবে তৃতীয় হয়েছেন তিনি। জাপানের রায়োচি আকামাতসু স্বর্ণ ও ইয়ুতো সেকো রৌপ্য জেতেন।

একই দিনে দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের সামনে ছিল ইতিহাস গড়ার সুযোগ। ইনডোর অ্যাথলেটিকসে টানা দুইবার স্বর্ণ জেতেননি কোনো দৌড়বিদ। সেটি হলো না। উল্টো এবারের এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার ইভেন্টে কোনো পদক পাওয়াই হলো না বাংলাদেশের। ফাইনালে চতুর্থ হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।