বর্তমান সরকার থেকে শুরু করে, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং সর্বোপরি দেশের সাধারণ মানুষ সবাই নির্ধারিত সময়ে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, জনগণ তাদের ক্ষমতা যেটি ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে যথাযথভাবে প্রয়োগ করতে পারেনি—একবার নিশিরাতের ভোট হয়েছে, একবার ডামি ভোট হয়েছে—সেই অধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখার আয়োজনে শিক্ষক-কর্মচারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অনেক অনেক কথা হচ্ছে, আমরা অনেক কথা বলছি। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টাও বলেছেন নির্বাচন কমিশনও বলেছে এবং আমরা আশাবাদী, মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে।
‘কাজেই জনগণকে বঞ্চিত করতে বিভিন্নভাবে বলা হচ্ছে, আবারও নাকি ওয়ান-ইলেভেন আসবে, কেউ কেউ বলছে আবার নাকি স্বৈরাচারের আবির্ভাব হবে। তাদের সবার জানা জরুরি, যারা ওয়ান-ইলেভেন করেছিলেন তাদের কথা মনে আছে, কীভাবে পালিয়েছেন। ’
তিনি বলেন, জনগণ যাকে দায়িত্ব দেবে যে পদ্ধতিতে দেবে আমরা মেনে নেব। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা রাখার চেষ্টা করব।
অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মনজুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন চৌধুরী দুলাল, কর্মচারী ঐক্যফেডারেশনের মহাসচিব আজিজুল হক রাজা প্রমুখ।
এইচএ/