দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৭তম দিনের কর্মসূচি পালনে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুরে এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীরা।
প্রথমে তারা সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা ও পথসভা কর্মসূচি শুরু করবেন।
পরে দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে শহরের জনতা ব্যাংকের মোড়ে বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জানা যায়, ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা করবে দলটি।
এদিকে বুধবার গোপালগঞ্জে দলটির সমাবেশে হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে বেশ কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। পরে সেনাবাহিনীর এপিসিতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নেতাদের। বুধবারের হামলার পর মাদারীপুরের পদযাত্রা স্থগিত করা হয়েছে।
আরএ