ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

যশোরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, অক্টোবর ২১, ২০২৫
যশোরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

যশোর: কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যশোরের সতিঘাটা কামালপুর মসজিদের সামনে আকাশ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে সোহান (১৩) নামে এক শিশু।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ রামনগর হাতিপোতা গ্রামের সাইদুল ইসলামের ছেলে এবং আহত সোহান একই এলাকার হাশেম মোল্লার ছেলে।  

স্থানীয়রা জানিয়েছেন, রাজারহাট-চুকনগর সড়কের যশোর সদর উপজেলার সতিঘাটা কামালপুর মসজিদের সামনে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি মণিরামপুরের দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আসছিল কাভার্ডভ্যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা সোহানকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু, হাসপাতালে পৌঁছানোর আগের তিনি মারা যান। তার মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।

অন্যদিকে, ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন এবং আহত কিশোরকে হাসপাতালে নিতে সহায়তা করেন।  

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।