ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কেন্দুয়ায় ইটভাটায় হাত-পা-মুখ বাঁধা অবস্থায় পড়েছিল ছাত্রদল নেতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, অক্টোবর ২১, ২০২৫
কেন্দুয়ায় ইটভাটায় হাত-পা-মুখ বাঁধা অবস্থায় পড়েছিল ছাত্রদল নেতা  ছবি: সংগৃহীত

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি ইটভাটার কাছে হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় জাহাঙ্গীর আলম দিদার (২৮) নামে এক ছাত্রদল নেতাকে উদ্ধার করেছে স্থানীয়রা।  

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের বড় কালিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দিদার মরিচপুর গ্রামের আজু মিয়ার ছেলে এবং তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বাদল ভূঞার ইটখোলার পাশে দিদারকে হাত-পা-মুখ বাঁধা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে দ্রুত তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অবজারভেশনে রাখেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত দিদার এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হাসপাতালেও পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করে নাই। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।