ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

ইশরাক সমর্থকদের স্লোগানে মধ্যরাতেও উত্তাল কাকরাইল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৫, মে ২২, ২০২৫
ইশরাক সমর্থকদের স্লোগানে মধ্যরাতেও উত্তাল কাকরাইল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে চলমান আন্দোলন থেকে নতুন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি উঠেছে।  

এই দুই দাবিতে মধ্যরাতেও বৃষ্টিতে ভিজে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা।

বুধবার (২১ মে) বিকেল থেকে কাকরাইল মোড়ে শুরু হওয়া এই আন্দোলন দিবাগত রাত দেড়টাও চলতে দেখা গেছে। ইশরাক হোসেনের সমর্থকরা স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছেন কাকরাইল মোড় এলাকা।

রাত দেড়টায় ইশরাক হোসেনের ফেসবুক লাইভে সেখানকার পরিস্থিতিতে দেখা যায়, তার সমর্থক ও বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা  'শপথ নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না', 'ডাইরেক্ট অ্যাকশন', 'ইশরাক হোসেন', 'আসিফের চামড়া, তুলে নেবো আমরা', 'যাবো না রে যাবো না, আমরা কিন্তু যাবো না', 'জনতার দাবি এক, আসিফের দাবি পদত্যাগ', 'হাসিনা গেছে যেই পথে, আসিফ
যাবে সেই পথে', 'ক্ষমতা না জনতা, জনতা জনতা'সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তাতেও কোনো ভ্রূক্ষেপ নেই তাদের। একটানা স্লোগানে পুরো এলাকা উত্তাল করে রেখেছেন আন্দোলনকারীরা।

ইশরাকের সমর্থকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন।  

রাত দেড়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে ইশরাক হোসেনকে দেখা যায়নি।

তবে সন্ধ্যার সময় আন্দোলকারীদের সঙ্গে কাকরাইল মসজিদ মোড়ে দেখা যায় ইশরাক হোসেনকে। আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে তখন তিনি অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানান। তিনি বলেন, আসিফ-মাহফুজের পদত্যাগ চাই। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা নির্বাচনের রোডম্যাপ চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থানের ঘোষণা দিচ্ছি।

তিনি আরও বলেন, আমি মেয়র পদে শপথ নেওয়ার জন্য আন্দোলন করছি না। একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দিতেই এই আন্দোলন।

এদিকে বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ মে) রায় ঘোষণা পর্যন্ত দলটির নেতাকর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।

নেতাকর্মীরা যাতে ক্লান্ত হয়ে না পড়েন সেজন্য এলাকাভিত্তিক সময় ভাগ করে দেওয়া হয়েছে। রাত ১০টা পর্যন্ত সুনির্দিষ্ট কিছু থানার নেতাকর্মীরা মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করবেন। এরপর রাত ১০টা থেকে সকাল ১০টা পর্যন্ত সুনির্দিষ্ট থানার নেতাকর্মীরা কর্মসূচি চালিয়ে নেবেন।

অন্যদিকে ইশরাক হোসেনের সমর্থক ও বিএনপির বিভিন্ন ইউনিটের আন্দোলনের কারণে কাকরাইল মসজিদ মোড় থেকে যমুনা অভিমুখী সড়কে নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে সেখানে ব্যারিকেডের সংখ্যা বাড়ানো
হয়েছে।

গত কয়েকদিন ধরে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে ইশরাক হোসেনের সমর্থকরা বিক্ষোভ করছিলেন। আজ তারা কাকরাইল মোড়ে অবস্থান নেন।

এসসি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।