ঢাকা: যশোরের মনিরামপুরে একটি ভূকম্পনের সৃষ্টি হয়েছে। রিখটার স্কেলে এটি মৃদু ধরনের ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের টেলিপ্রিন্টার অপারেটর মো. গোলাম মোস্তফা এমন তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২টা ২৭ মিনিট ২৯ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এটি ৩ দশমিক ৫ মাত্রার। ঢাকার আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর উৎপত্তিস্থল ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে, যশোরের মনিরামপুরে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর সিলেটের ছাতকে ৪ মাত্রার মাঝারি ধরনের একটি ভূমিকম্পের উৎপত্তি হয়। তার আগে আসামে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূকম্পনে কেঁপে ওঠে দেশ।
ইইউডি