ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বৃষ্টি মানেই দুর্ভোগ-দুঃসহ ভোগান্তি

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
রাজধানীতে বৃষ্টি মানেই দুর্ভোগ-দুঃসহ ভোগান্তি ছবি: শাকিল আহমেদ, বাংলানিউজ।

ঢাকা: বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতের মাঝারি বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে যায়।  ভোগান্তিতে পড়ে লাখ লাখ মানুষ।

সেই পানি শুক্রবার দুপুর পর্যন্তও নামেনি কোনো কোনো এলাকা থেকে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সরজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নিউমার্কেট এলাকা ও এর আশপাশসহ মার্কেটের ভেতরে পানি জমে আছে। কোথাও হাঁটু পানি, কোথাও তার চেয়ে বেশি।  

নিউমার্কেটের দোকানদার রাজিব বাংলানিউজকে বলেন, মার্কেটে আমার দুইটা দোকান আছে।  শুক্রবারে বেশি বেচাকেনা হয়। এজন্য অপেক্ষায় থাকি, কিন্তু গতকাল রাতে বৃষ্টির পানিতে পুরো মার্কেট তলিয়ে গেছে। আজ দোকান খুলতে পারছি না। গতকাল অনেক টাকার মাল তুলেছি, ভেবেছিলাম শুক্রবারে বেচাকেনা করব। কিন্তু বৃষ্টির পানির কারণে বেচাকেনা করব দূরের কথা, দোকান খুলতেই পারছি না। এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হলাম।  

রাজীব আরও বলেন, আমরা সরকার এবং মেয়রের কাছে অনুরোধ করব, যাতে তারা মার্কেট এলাকা থেকে দ্রুত পানি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন।

আজিমপুর এলাকার স্থানীয় বাসিন্দা শাহজালাল ফারুক বাংলানিউজকে বলেন, আমি এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছি। আজ থেকে ৩০-৪০ বছর হবে এই সড়কে চলাচল করি। কিন্তু এখন পর্যন্ত সড়কটিতে পানি নিষ্কাশনের জন্য কার্যকরী ব্যবস্থা কোনো মেয়রই করেননি। বাকি জীবনে দেখে যেতে পারব কি না, সন্দেহ আছে।



নিউমার্কেটের দোকানপাটসহ পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট।



বৃষ্টির পানিতে অটোরিকশা ধুয়ে নিচ্ছেন চালক।



ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের রাস্তার দু’পাশেই জলাবদ্ধতা, চলাচলে ভোগান্তি।



বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ঢামেক হাসপাতালের বহির্বিভাগের সামনের অংশ।



নিউমার্কেট-আজিমপুর সড়কে জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে চলাচল।



সড়কে জলাবদ্ধতায় ছেলেকে কাঁধে নিয়ে জুমার নামাজ আদায় করে বাড়ি ফিরছেন একজন মুসল্লি।



বৃষ্টিতে সড়কে জমা নোংরা পানিতে না ভেজার জন্য মোটরসাইকেলে দুই পা তুলে চালিয়ে যাচ্ছেন একজন চালক।




নিউমার্কেট এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে দুই শিশুর উল্লাস।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।