ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বাড়াবে: উত্তর কোরিয়া

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, মে ২৭, ২০২৫
ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বাড়াবে: উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র ঠেকানোর ব্যবস্থা তৈরির পরিকল্পনা করছেন, তা বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও উসকে দেবে।

একটি স্মারকলিপিতে উত্তর কোরিয়া তার আপত্তি জানিয়ে বলেছে, গোল্ডেন ডোম আগাগোড়া একটি আক্রমণাত্মক ব্যবস্থা।

এটি বিশ্বব্যাপী কৌশলগত অস্ত্র প্রতিযোগিতাকে উসকে দেওয়ার একটি ‘মারাত্মক কারণ’ হিসেবে দেশটি বর্ণনা করেছে।

মহাকাশকে সামরিকীকরণের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। উত্তর কোরিয়ার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ নয়, এমন দেশগুলো আত্মরক্ষার একমাত্র উপায় হিসাবে একইরকম পারমাণবিক সক্ষমতা অর্জন করতে বাধ্য হবে। স্মারকলিপিতে আরও সতর্ক করা হয় যে, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ মার্কিন ঘনিষ্ঠ রাষ্ট্রগুলো ওই সামরিক কৌশল গ্রহণ করতে পারে। ভবিষ্যতে দেশগুলো যুদ্ধের বলি হতে পারে বলে উত্তর কোরিয়া সাবধান করে।

গত সপ্তাহে ট্রাম্প তার ওই মেগাপ্রজেক্ট উন্মোচন করেন। প্রতিরক্ষা ব্যবস্থাটি দূরপাল্লার হুমকির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কয়েক স্তরের ঢাল হিসেবে কাজ করবে। কিছু ইন্টারসেপ্টর অস্ত্র মহাকাশে মোতায়েন করা হবে। শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র ছোড়ার আগেই তা ছোড়ার স্থানে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ব্যবস্থাটিতে থাকবে বলে জানা গেছে। মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিসের ধারণা, ২০ বছর ধরে ওই প্রকল্পের জন্য ৫৪২ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হতে পারে।

গোল্ডেন ডোম সম্পর্কে বিশেষভাবে জিজ্ঞাসা করা হলে গত সপ্তাহে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, হুমকি বোধ করলে সব জাতিরই তা মোকাবেলার উপায় তৈরির সার্বভৌম অধিকার রয়েছে। তবে মহাকাশের সামরিকীকরণ এবং বিশ্বব্যাপী কৌশলগত ভারসাম্যকে অস্থিতিশীল করে এমন কর্মকাণ্ডের বিরোধিতা রাশিয়া ধারাবাহিকভাবে করে আসছে।

এমএইচডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।