ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

আন্তর্জাতিক

লিভারপুল সমর্থকদের ভিড়ে উঠে গেল গাড়ি, হাসপাতালে ২৭

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২১, মে ২৭, ২০২৫
লিভারপুল সমর্থকদের ভিড়ে উঠে গেল গাড়ি, হাসপাতালে ২৭

যুক্তরাজ্যে লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ ট্রফি উদযাপন চলছিল সোমবার সন্ধ্যায়। হাজারো সমর্থক রাস্তায় জড়ো হন পছন্দের দলের প্যারেড দেখতে।

 

এ সময় হঠাৎ একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে কয়েক ডজন লোক আহত হন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মার্সিসাইড পুলিশ এক বিবৃতিতে জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি লিভারপুল এলাকার ৫৩ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক।
 
নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস এনএইচএস ট্রাস্টের প্রধান ডেভিড কিচিন এক সংবাদ সম্মেলনে জানান, মোট ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে একজন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক গুরুতর আহত হয়েছেন।

মার্সিসাইড ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের চিফ ফায়ার অফিসার নিক সিয়ার্লে জানান, গাড়ির নিচ থেকে তিনজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুকে উদ্ধার করতে হয়েছে। এ ছাড়া আরও ২০ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের আঘাত ছিল কিছুটা কম।  

মারসিসাইড পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল জেনি সিমস জানান, এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিই লোকজনের ওপর উঠে পড়া ওই গাড়ির চালক বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ জানায়, সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে তাদের কাছে খবর আসে যে শহরের কেন্দ্রস্থলে একটি গাড়ি পথচারীদের ওপর উঠে গেছে।  

পুরো শহর যখন লিভারপুল ফুটবল ক্লাবের ২০তম শীর্ষ লিগ শিরোপা জয়ের উদযাপনে ব্যস্ত ছিল, তখন এই ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তায় উদযাপনরত জনতার ভিড়ে একটি গাড়ি সোজা গিয়ে ঢুকে পড়ে।

হ্যারি রশিদ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ধূসর রঙের একটি গাড়ি ডান দিক থেকে এসে হঠাৎই আমাদের পাশের লোকজনের ওপর উঠে যায়… গাড়িটি অনেক দ্রুতগতিতে ছিল।  

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।