আন্তর্জাতিক ফিটনেস সেন্টার গোল্ডস জিম পৃথিবীর সবচেয়ে বড় শরীরচর্চা কেন্দ্র হিসেবে পরিচিত। যা বিশ্বের নামকরা তারকাদের কাছে জনপ্রিয়।
বসুন্ধরা কিংসকে কো-পার্টনার হিসেবে পেয়ে স্পোর্টস সিটির ইনচার্জ মেজর মনসিন করিম আনন্দিত ও গর্বিত উল্লেখ করে বলেন, ‘আজকে থেকে আমাদের পথচলা শুরু। কিংসকে আমরা আরও এগিয়ে নিতে চাই। ফুটবলাররা যেন আন্তর্জাতিক মানের সুবিধা পান। চোট পেলে যেন এ জিমেই তারা দ্রুত ফিট হয়ে উঠতে পারেন, সেই লক্ষ্যেই এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে খেলোয়াড়রা সুস্থ থাকবেন এবং মাঠে সেরা পারফরম্যান্স দিতে পারবেন। ’ চুক্তির সময়ের বিষয়ে কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘গোল্ডস জিমের সঙ্গে যুক্ত হয়ে আমরাও আনন্দিত। আশা করি আমাদের ফুটবলাররা উপকৃত হবে। আর তাদের সঙ্গে নির্দিষ্ট কোনো সময়ের জন্য চুক্তি হয়নি। এটি একটি চলমান প্রক্রিয়া। কেননা প্রতিষ্ঠানটি আমাদেরই অঙ্গপ্রতিষ্ঠিান। ’ এ ছাড়া বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন কোচও বেশ আনন্দিত। গোল্ডস জিমের প্রশংসা করে মারিও গোমেজ বলেন, ‘আমি এর আগেও অনেক দেশে গিয়েছি। সেখানকার চেয়ে এ জিমনেসিয়াম অনেক বড় ও সুযোগ-সুবিধা সম্পন্ন। আমাদের দলকে এমন সুযোগ করে দেওয়ার জন্য গোল্ডস জিমকে ধন্যবাদ। ’
সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন
এনডি