দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উদ্যোগে ‘হৃদরোগ চিকিৎসা: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান।
বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন- ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম, এস রহমান গ্রুপ ও এস রহমান প্রোপার্টিজের চেয়ারম্যান এস এম সাহিদুর রহমান, ইউনিভার্সেল কার্ডিয়াক হসপিটালের চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. নাসির উদ্দিন আহমেদ, টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়ার প্রিন্সিপাল প্রফেসর ড. মো. জাকির হোসেন, ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের চিফ ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলাম, টিএমএসএস বগুড়ার উপ-নির্বাহী পরিচালক রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের প্রকল্প পরিচালক প্রফেসর ডা. মো. মজিবর রহমান সেলিম, বসুন্ধরা মেডিকেল সিটির ডিরেক্টর মার্কেটিং ড. মো. চেঙ্গীশ খান।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য বিমা প্রসঙ্গে সাইদুর রহমান বলেন, বিমা ব্যবস্থার প্রতি আমাদের আস্থার ঘাটতি আছে। আমার নিজেরও বিমা নেই। বিমার বিষয়ে খুব পজিটিভ কিছু হচ্ছেও না। বিমার টাকা দিলে মেয়াদ শেষে যে ফেরত পাবো সেই আস্থার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। অনেক স্বাস্থ্য প্রতিষ্ঠান নিজ উদ্যোগে করার চেষ্টা করেও এই বিষয়ে সফল হয়নি।
তিনি আরও বলেন, আমরা রোগীর পক্ষ থেকে আবেদন করবো, মানুষ টাকা দিয়ে সেবা নিতে চায়, সব ধরনের রোগী যেন আপনাদের সেবার আওতায় আসতে পারেন, সেদিকে খেয়াল রাখবেন। সেবা দিলে লভ্যাংশ আসবেই।
সব মানুষ একসঙ্গে অসুস্থ হলে চিকিৎসা দিতে পারবো কি না উল্লেখ করে সাইদুর রহমান বলেন, আমাদের রোগ যেন না হয় সেজন্য কাজ করতে হবে। আমরা সন্তানদের লেখাপড়ায় যত মনযোগ দিচ্ছি, তাদের স্বাস্থ্যের উন্নয়নে সেই মনযোগ দিচ্ছি না।
অন্য বক্তারা বলেন, হার্টকে সুস্থ রাখতে হলে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, শরীরচর্চা, বডি মাসাজ ইনডেক্স মেইন্টেইন করতে হবে। উচ্চতা অনুযায়ী আমাদের যতটুকু ওজন থাকা দরকার ততটুকু রাখতে হবে। উদ্বেগ-দুশ্চিন্তা পরিহার করতে হবে। ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকতে হবে। এই কয়েকটি উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের হার্ট ও শরীরকে সুস্থ রাখতে পারি। এটা করতে পারলে হার্টের অসুখের সম্ভাবনা অনেক কমে যাবে।
আয়োজনে সহযোগিতায় ছিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ, রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ও বসুন্ধরা মেডিকেল সিটি।
আরকেআর/আরবি