সম্প্রতি খাগড়াছড়িতে এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় পাহাড়ি এলাকায় অশান্তি বিরাজ করছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মিতুল মারমা।
গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। আজ অনুশীলনের আগে মিডিয়া সেশনে অংশ নিয়ে মিতুল বলেন, ‘শুধু পাহাড় নয়, যে ঘটনাটা ঘটেছে সেটি নিয়েই লিখেছিলাম। আসলে শুধু পাহাড়ে নয়, বাংলাদেশের কোথাও এমনটা হওয়া উচিত না। সেই কারণেই স্ট্যাটাস দিয়েছিলাম। আমরা সবাই বাংলাদেশি। এখন আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এখানে এসেছি। আমি মনে করি, পরিস্থিতি স্বাভাবিক হলে সেটা দেশের জন্য ভালো, সবার জন্যই ভালো। ’
সাম্প্রতিক নেপাল ম্যাচে মূল একাদশে জায়গা পাননি মিতুল। গোলবার সামলান শ্রাবন। তবে আসন্ন হংকং চায়নার বিপক্ষে মূল একাদশে জায়গা পাওয়ার আশা রাখছেন তিনি, ‘আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। ছোটখাটো চোটের কারণে ম্যাচ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে, এটা স্বাভাবিক। আমি নেপালের বিপক্ষে খেলতে পারিনি। তবে চাইব হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে। ’
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের আগে আরও কিছু ম্যাচ খেলতে পারলে ইতিবাচক হতো বলে মনে করেন মিতুল। তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে এগিয়ে যেতে হবে বলেই মনে করেন তিনি, ‘আমরা যদি আরও বেশি ম্যাচ খেলতে পারতাম, আমাদের জন্য ভালো হতো। যেহেতু খেলতে পারিনি, সেটা নিয়ে কোনো অভিযোগ নেই। শুরু থেকেই আমরা হংকং ম্যাচ ঘিরেই প্রস্তুতি নিচ্ছিলাম। লিগ কিংবা অন্যখানে আমরা নিজেদের দিকে ফোকাস রেখেছিলাম, কারণ এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। হাতে যতটুকু সময় আছে, সেটায় নিজেদের ঝালিয়ে নিয়ে সেরাটা দিতে চাই। ’
এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে এই দুটি ম্যাচের গুরুত্ব অপরিসীম। এর ফলাফলের ওপর নির্ভর করছে অনেক কিছু। তাই হংকংয়ের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান মিতুল। প্রতিপক্ষ র্যাংকিংয়ে এগিয়ে থাকলেও সেদিকে নজর দিচ্ছেন না তিনি, ‘এই দুই ম্যাচ অবশ্যই চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, কোয়ালিফাই করতে হলে এগুলো খুব গুরুত্বপূর্ণ। কোন দল র্যাংকিংয়ে কত নম্বরে আছে সেটা আমরা দেখতে চাই না। আমাদের মূল ফোকাস একটাই—যেভাবেই হোক জিততে হবে। ’
এআর/আরইউ