ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রোনালদোদের কাছে হারের পর কোচ ছাঁটাই করল আল ইত্তিহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, সেপ্টেম্বর ২৮, ২০২৫
রোনালদোদের কাছে হারের পর কোচ ছাঁটাই করল আল ইত্তিহাদ

আল নাসরের কাছে হারের পর প্রধান কোচ লরাঁ ব্লাঁকে বরখাস্ত করেছে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ।  

শুক্রবার আল নাসরের বিপক্ষে ২-০ গোলে হারের একদিন পর শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জেদ্দাভিত্তিক ক্লাবটি।

বিবৃতিতে আল ইত্তিহাদ লিখেছে, ‘প্রথম দলের প্রধান কোচ ব্লাঁ এবং তার কোচিং স্টাফদের সঙ্গে আমাদের চুক্তির সমাপ্তি ঘটানো হলো। ’

ক্লাবটি আরও জানায়, তারা এখন এমন নতুন টেকনিক্যাল স্টাফ খুঁজছে ‘যারা ক্লাবের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মানানসই’।

২০২৪ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়া ব্লাঁর অধীনে আল ইত্তিহাদ লিগ শিরোপা ও কিংস কাপ জিতে ঘরোয়া ডাবল জিতেছিল। তবে নতুন মৌসুমে শুরুটা ভালো হয়নি তার দলের।  

সৌদি সুপার কাপে সেমিফাইনালে আল নাসরের কাছে হেরে বিদায় নেওয়ার পর শুক্রবার লিগেও একই প্রতিপক্ষের কাছে হেরে বসে তারা। ওই ম্যাচে গোল করেন আল নাসরের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো।

বর্তমানে আল ইত্তিহাদ লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে, শীর্ষে থাকা আল নাসরের থেকে তিন পয়েন্ট পিছিয়ে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।