ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

শুরুতে হোঁচট খেল মোহামেডান ও কিংস, চমক দেখাল পিডব্লিউডি ও ফর্টিস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, সেপ্টেম্বর ২৭, ২০২৫
শুরুতে হোঁচট খেল মোহামেডান ও কিংস, চমক দেখাল পিডব্লিউডি ও ফর্টিস

বাংলাদেশ ফুটবল লিগ ২০২৫-২৬ মৌসুমের সূচনা হয়েছে রীতিমতো চমক দিয়ে। শিরোপার দুই বড় দাবিদার মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস দুই দলই নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে, দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে ফেরা নবাগত দল পিডব্লিউডি স্পোর্টস ক্লাব এবং ফর্টিস এফসি দেখিয়েছে দারুণ প্রতিপক্ষ হয়ে ওঠার সম্ভাবনা। মোহামেডানকে ২-০ গোলে হারায় ফর্টিস। দুটি গোলই দ্বিতীয়ার্ধে করেন পা ওমার বাবু। অন্যদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দুই গোলে এগিয়ে যাওয়ার পর, দুই গোল হজম করে ২-২ ড্র করেছে  কিংস।

গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে চ্যাম্পিয়ন হওয়া মোহামেডান তাদের শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হেরে গেছে আলফাজ আহমেদের দল। ফর্টিসের হয়ে দুই অমূল্য গোলই করেছেন গাম্বিয়ান ফরোয়ার্ড ও অধিনায়ক পা ওমার বাবু। ম্যাচের ৬০ মিনিটে বাঁ পায়ের দারুণ এক শটে প্রথম গোলটি করেন তিনি। এরপর ৭৯ মিনিটে রিয়াজউদ্দিন সাগরের দুর্দান্ত লং পাস থেকে বাবু গোলরক্ষককে কাটিয়ে নিশ্চিত করেন নিজের জোড়া গোল এবং দলের জয়। ম্যাচে গোটা সময়জুড়েই ধারহীন ও ছন্দহীন দেখা গেছে মোহামেডানকে। ফর্টিসের গতিময় ফুটবলের সামনে তারা ছিল একেবারেই নিস্প্রভ।

অন্য ম্যাচে, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে কিংসের শুরুটা ছিল রাজকীয়। ১৩ মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে বল পেয়ে দোরিয়েলতন গোল করে বসুন্ধরাকে এগিয়ে নেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফয়সাল আহমেদ ফাহিম একক প্রচেষ্টায় ব্যবধান ২-০ করেন।

তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে যায়। ৬০ মিনিটে বসুন্ধরার অধিনায়ক সোহেল রানার ফাউলের কারণে পেনাল্টি পায় পিডব্লিউডি, যা থেকে গোল করেন আকোবির তুরায়েভ। এরপর ৭২ মিনিটে মিনহাজুল করিমের ক্রসে আরমান ফয়সাল আকাশের গোল বসুন্ধরার স্বপ্নে পানি ঢেলে দেয়। ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।

৩১ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা পিডব্লিউডির জন্য এটি বড় এক প্রাপ্তি, রেকর্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে দুই গোল খেয়ে ঘুরে দাঁড়ানো নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলটির।

দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসি ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। পাউলো হেনরিকের করা ৪২ মিনিটের একমাত্র গোলেই জয় পায় পুলিশ। মাঠে বল দখল ও রক্ষণে শক্তিমত্তা দেখিয়ে মৌসুমের শুরুটা দারুণ করল দলটি। অন্যদিকে, এবারের মৌসুমে অপেক্ষাকৃত ভালো দল গড়া ব্রাদার্স ইউনিয়নের শুরুটা হয়েছে হতাশাজনকভাবে।

এই তিন ম্যাচের মধ্য দিয়েই শেষ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম রাউন্ডের খেলা। এখন জাতীয় দলের এশিয়ান কাপ বাছাই পর্ব এবং বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ থাকার কারণে লিগে বড়সড় বিরতিতে যেতে হচ্ছে।

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।