ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি। পর্দার প্রেম, বিয়ে, বিচ্ছেদ কিংবা সিঙ্গেল মা হওয়ার সাহসিকতা- সবসময় ছিলেন আলোচনার কেন্দ্রে।
সোমবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন পরীমণি। ছোট্ট এক বাক্যে তিনি লিখলেন এক গভীর উপলব্ধি। তা হচ্ছে- ‘আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। ’
এই কথার পেছনে রয়েছে পরীমণির নিজস্ব বেঁচে থাকার গল্প। পরীর লেখা তা এভাবে প্রকাশ পেয়েছে- ‘আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানাভাই মারা যাওয়ার সময় আমার আশপাশের অনেকেই মনে করেছিল, আমি হয়তো আর নিজেকে সামলাতে পারব না। কিন্তু আজও আমি দাঁড়িয়ে আছি- আমার সন্তানদের কারণে। ’
পরীমণি আরও যোগ করেন, ‘এখন এই মুহূর্তে আমি ভাবছি মহান আল্লাহ পৃথিবীর সবকিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি, আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি। ’
এদিকে, বর্তমানে নতুন কিছু চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে কাজের পাশাপাশি, নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও ব্যস্ত সময় কাটছে পরীমণির। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প-Story of Dodo’। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রেজা ঘটক। এতে পরীর সহশিল্পী চিত্রনায়ক সাইমন সাদিক।
এনএটি