ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

বিনোদন

ঈদ ধারাবাহিক নির্মাণে নাজনীন হাসান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, মে ২৭, ২০২৫
ঈদ ধারাবাহিক নির্মাণে নাজনীন হাসান খান

চলতি সময়ের দেশের নির্মাতা নাজনীন হাসান খানের পরিচালনায় নির্মিত হলো ঈদের বিশেষ সাত পর্বের ধারাবাহিক নাটক ‘গণক’। রাজীব মণি দাসের রচনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান ও মোসুমি হামিদ।

  

নাটকের গল্পে দেখা যায়, গ্রামের গরিব সহজ-সরল দম্পতি আমির ও আসমা। আমির ক্ষীণ স্মরণশক্তি ও বোকা স্বভাবের কারণে কোনো কাজই সে ঠিকমত করতে পারে না। আসমা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। সুন্দরী হওয়ায় সমাজের কুরুচিপূর্ণ পুরুষের দৃষ্টি পড়ে তার দিকে। একরাতে স্ত্রী পিঠা ভাজে, আমির না দেখে বলে দেয় কয়টা পিঠা ভাজা হইছে। স্ত্রী অবাক হয় এবং সবার মাঝে গণক হিসাবে স্বামীকে জাহির করে।  

অন্যদিকে গ্রামের বিত্তবান মুন্সি বাড়িতে স্বর্ণের গয়না চুরি হয়। সন্দেহ করে আসমাকে, কারণ এই বাড়ির মধ্যে একমাত্র আসমাই ছুটা বুয়ার কাজ করে। আসমাকে আসামির মতো গ্রেফতার করে মুন্সি বাড়ির লোকজন। আসমা চুরি করেনি একথা সে বার বার বললেও তার কথা কেউ বিশ্বাস করে না। অতঃপর সালিশ বসে।

আসমা সবাইকে বলে তার স্বামীর সঙ্গে জ্বীন আছে। আর সেই জ্বীন চালান দিয়ে গণনা করে প্রকৃত চোরকে ধরিয়ে দেয়। জ্বীন চালানের মাধ্যমে বোকা আমির কীভাবে আসল চোর কালামকে ধরে দিল, সেইটা আট-দশ গ্রামে রটে যায়। এরপর চলতে থাকে নানা ঘটনা।  

নির্মাণ প্রসঙ্গে পরিচালক নাজনীন হাসান খান বলেন, ‘আমাদের সমাজে হাত গণনা কিংবা ভাগ্য গণনা নিয়ে নানান কুসংস্কার রয়েছে। সেরকম একটা গল্প নিয়ে বিনোদনের মাধ্যমে মানুষকে সচেতনতা করার প্রয়াসে এমন গল্প নির্মাণ করা। প্রতিবারের ন্যায় এবারও আমাদের গল্পে ভিন্নতা রয়েছে। আশা করছি নাটকটি দেখে দর্শক তৃপ্ত হবে। ’

গল্পের নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘সারাদিনের ক্লান্তিবোধ শেষে মানুষ একটু বিনোদন খোঁজে। আর তাই দর্শকদের সেই মনের খোরাকের কথা বিবেচনায় রেখেই কমেডি গল্প মাথায় আসে। গণক নাটকটি তেমনই সমাজ জীবনের গল্প। ’

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আশরাফুল আশিষ, ফাহমিদা তৃষা, মাসুদ মহিউদ্দিন, সায়কা আহমেদ, মাসুদ রানা মিঠু, সুজাত শিমুল, ফরিদ হোসাইন, রিকি রাফাত প্রমুখ।

আসছে ঈদ-উল-আযহা উপলক্ষে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।