চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, কোনো ভালো কাজ বা ভালো উদ্যোগ কখনও টাকার অভাবে থেমে থাকে না। দরকার হচ্ছে আন্তরিক প্রচেষ্টা ও দৃঢ় সংকল্পের।
সোমবার (১৯ মে) বিকেলে দক্ষিণ মাদার্শার শ্যামাসুন্দরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের মা, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশে নারী শিক্ষার অগ্রগতিতে যে অসামান্য অবদান রেখেছেন তা বিশ্বে সমাদৃত। শুধু নিজেকে গড়লে হবে না, এমন নারী এই বিদ্যালয় থেকে তৈরি হোক, যিনি দেশ ও নারী সমাজের জন্য অগ্রগতি বয়ে আনতে পারবে।
মীর হেলাল বলেন, আমাদেরকে অবশ্যই নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সুশিক্ষিত জাতি গড়তে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিহার্য।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জানে আলম জিতুর সভাপতিত্বে ও সদস্য সাহাদাত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. জামাল উদ্দিন, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন অ্যাডভোকেট রিদোয়ান গণি, দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বাদশা, বিশেষ অতিথি ছিলেন আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন, কুয়াইশ বুডিশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আকবর আলী, বুডিশ্চর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য রাজিব জাফর চৌধুরী, মহানগর যুবদলের সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ যমুনা পারভীন প্রমুখ।
এমআই/পিডি/টিসি