চট্টগ্রাম: লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে বাদশা মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে তিনি ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
সোমবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে লোহাগাড়ার আধুনগর রূপবান পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া লোহাগাড়া সদরের মজিদার পাড়া গ্রামের মৃত রজিউল্লাহর ছেলে।
নিহতের ছেলে জিসান বলেন, জমির কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হন বাবা। বাবা এক বছর আগেও বিষপানে আত্মহত্যা করতে চেয়েছিলেন। রেললাইনে কাটা পড়ার খবর পেয়ে বাবার পরিচয় শনাক্ত করি আমরা।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, রেললাইনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বিই/পিডি/টিসি