ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সেই ৪ নভেম্বরেই মাঠে গড়াচ্ছে বিপিএল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, অক্টোবর ৯, ২০১৭
সেই ৪ নভেম্বরেই মাঠে গড়াচ্ছে বিপিএল সেই ৪ নভেম্বরেই মাঠে গড়াচ্ছে বিপিএল

গভর্নিং কাউন্সিল ঘোষিত প্রথম সূচি অনুযায়ী এবারের বিপিএল মাঠে গড়ানোর কথা ছিল ৪ নভেম্বর থেকে। পরে তা বদলে নতুন তারিখ নির্ধারণ করা হলো ২ নভেম্বর। শেষ পর্যন্ত তাও ধোপে টিকলো না! একদিন পিছিয়ে ৩ নভেম্বরের নতুন তারিখ নির্ধারণ করে গভর্নিং কাউন্সিল।

এবার তাও পিছিয়ে গেল! প্রথম ঘোষিত সেই ৪ নভেম্বরেই ফিরে গেল বিপিএলের পঞ্চম আসর।

তবে স্বস্তির বিষয় হলো, দিন তারিখ বদলালেও উদ্বোধনী ম্যাচের ভেন্যু বদলায়নি গভর্নিং কাউন্সিল।

বিভাগীয় শহর সিলেট থেকেই পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) পঞ্চম আসরের।

ওইদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে, স্বাগতিক সিলেট সিক্সার্স ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডিনামাইটস মধ্যকার ম্যাচ দিয়ে গড়াবে সাত দলের বিপিএল ২০১৭।

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিপিএলের গেল চার আসরের কোনটিতেই সিলেটে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই আসরটি বসেনি। এবারই প্রথম। সিলেটের পাশাপাশি ভেন্যু হিসেবে যথারীতি আছে ঢাকা ও চট্টগ্রাম। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।  

এদিকে বিপিএলের এবারের আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো এরই মধ্যে দল গঠনের কাজ শেষ করে এনেছে। গেল ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। এবার অপেক্ষা মাঠের জমজমাট লড়াইয়ের।
 
হয়তো অনেকেই জানেন তারপও আবারও বলছি, দ্বিতীয় দফায় বিপিএল গভর্নিং কাউন্সিল কর্তৃক পরিবর্তিত সূচি অনুযায়ী ৩১ অক্টোবর মিরপুরে জমকালো উদ্বোবনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের বিপিএলের পর্দা উঠার কথা ছিল। কিন্তু দেশের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের প্রতি সহমর্মিতা জানিয়ে তা বাতিল করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ৯ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।