ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

বাংলাদেশের পূজা দেখে হিন্দুস্তানের শিক্ষা নেওয়া উচিত: রাশেদ প্রধান 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, অক্টোবর ৪, ২০২৫
বাংলাদেশের পূজা দেখে হিন্দুস্তানের শিক্ষা নেওয়া উচিত: রাশেদ প্রধান  জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান

‎জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, শেখ হাসিনার পতন মানতে না পেরে ৫ আগস্টের পর হিন্দুস্তান বাংলাদেশবিরোধী নানাবিধ ষড়যন্ত্রে মেতে আছে। তারা বহুবার গুজব ছড়িয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছে।

হিন্দু ধর্মালম্বীদের অত্যাচারের মিথ্যা গল্প তৈরি করেছে। অথচ নিজ মাটিতে হিন্দুস্তান সময়ে অসময়ে মুসলমানদের ওপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। হিন্দু মুসলমানসহ সব ধর্মের মানুষদের নিয়ে কীভাবে শান্তিপূর্ণ সহঅবস্থান সৃষ্টি করতে হয়, বাংলাদেশের পূজা দেখে হিন্দুস্তানের শিক্ষা নেওয়া উচিত।  

শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী ১২ সাংঠনিক জেলায় ৭ দফা দাবিতে জাগপার লিফলেট বিতরণ শেষে, জেলা নেতাদের সঙ্গে বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।  

রাশেদ প্রধান বলেন, দেশের মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে। আগামীর জাতীয় নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে, লেভেল প্লেইং ফিল্ডে, হিন্দুস্তানের প্রভাবমুক্ত। জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। খুনি হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।  

‎দিনব্যাপী লিফলেট বিতরণ শেষে ভার্চুয়াল সভায় যোগদান করেন নরসিংদী থেকে প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম থেকে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, যশোর থেকে প্রেসিডিয়াম সদস্য নিজামুদ্দিন অমিত, বগুড়া থেকে প্রেসিডিয়াম সদস্য মো. শামীম আক্তার পাইলট, দিনাজপুর থেকে সহ-সভাপতি মাহাবুব আলম ননী, নীলফামারী থেকে সহ-সভাপতি মো. জাকিউল আলম সাকি, গাইবান্ধা থেকে সাংঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ঢাকা থেকে যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাতক্ষীরা থেকে জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, পঞ্চগড় থেকে জেলা সাংঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, লক্ষ্মীপুর থেকে জেলা সমন্বয়ক আলী মোরশেদ ও নারায়ণগঞ্জ থেকে জেলা সমন্বয়ক এস কে আরিয়ান শরীফ।

টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।