ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে পানিতে ডুবে দুজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
বরিশালে পানিতে ডুবে দুজনের মৃত্যু

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার পৃথক এলাকায় পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে ইয়াসিন ফড়িয়া (২০) সোমবার (০১ আগস্ট) দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

পরে অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইয়াসিন ওই গ্রামের শাহাজালাল ফড়িয়ার ছেলে।  

মৃত ইয়াসিনের বাবা শাহাজালাল ফড়িয়া জানান, ইয়াসিন মৃগী রোগে আক্রান্ত ছিল।

অপরদিকে একইদিন উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে দেড় বছরের শিশু ইব্রাহিম শিকদার পুকুরে পড়ে পানিতে ডুবে মৃত্যু হয়। ইব্রাহিম ওই গ্রামের মোজাম শিকদারের ছেলে।

মৃত ইব্রাহিমের স্বজনরা জানায়, খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু ইব্রাহিম। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই পানিতে ডুবে যাওয়া দুজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।