ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

পেট্রোল পাম্পে তেল কম দেওয়ায় যুবকের প্রতিবাদ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
পেট্রোল পাম্পে তেল কম দেওয়ায় যুবকের প্রতিবাদ  শেখ ইসতিয়াক

ঢাকা: পেট্রোল পাম্পে তেল কম দিয়ে বেশি টাকা রাখার প্রতিবাদে প্রতিবাদ জানিয়ে কল্যাণপুরের সৌরভ সার্ভিস সেন্টারে অবস্থান করছেন শেখ ইসতিয়াক নামের এক যুবক।

সোমবার (১ আগস্ট) রাজধানীর কল্যানপুরে বাসস্ট্যান্ডে সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে দাঁড়িয়ে আছেন ভুক্তভোগী যুবক।

 

শেখ ইসতিয়াকের খালাতো ভাই সাফিয়ান সজল বাংলানিউজকে বলেন, কল্যাণপুরের সৌরভ সার্ভিস সেন্টারে অবস্থান করে প্রতিবাদ জানাচ্ছেন ভাইয়া। সকাল ১১ টা থেকে এখনও (বিকেল পর্যন্ত) আছেন। ভাইয়া সকালে এখানে ৫০০ টাকার তেল নিতে আসেন। তারা ভাইয়াকে ৩০০ টাকার তেল দেয়। বাকি টাকার তেল না দেওয়ায় ভাইয়া প্রতিবাদ করছেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, আগস্ট ০১ , ২০২২
এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।