ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পারাবতের ইঞ্জিন বিকল, সিলেট রুটে ২ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
পারাবতের ইঞ্জিন বিকল, সিলেট রুটে ২ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল 

সিলেট: আন্তনগর পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।  

বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাও স্টেশনে এ ঘটনা ঘটে।

এতে করে ২ ঘণ্টা বিলম্বে গন্তব্যস্থল সিলেট স্টেশনে এসে পৌঁছায় আন্তনগর পারাবত এক্সপ্রেস।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেন ইঞ্জিন বিকল হয়ে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বেলা আড়াইটার দিকে পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেট স্টেশনে এসে পৌঁছে এবং খানিকটা বিলম্বে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।  

এদিকে, পারাবত এক্সপ্রেস দুইঘণ্টা বিলম্বে গন্তব্যস্থলে পৌঁছায় ট্রেনে থাকা যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়। একইভাবে বিপাকে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য অপেক্ষমান যাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।