ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

প্রবীণ সাংবাদিক জিয়াউল হক মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
প্রবীণ সাংবাদিক জিয়াউল হক মারা গেছেন

ঢাকা: বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা, ক্রীড়া সংগঠক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, প্রবীণ সাংবাদিক জিয়াউল হক (৮৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

সোমবার (২৯ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম জিয়াউল হক সর্বশেষ দৈনিক ইত্তেফাকে সিনিয়র সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। কাজ করেছেন দৈনিক পূর্বদেশসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে। নেতৃত্ব দিয়েছেন জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে।

তার মৃত্যুতে সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতির সভাপতি আবদুল আউয়াল ঠাকুর, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মজুমদার এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর সাংবাদিক আবাসিক এলাকায় মসজিদুল ফারুক প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কালশী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।