ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

গরু নিয়ে দ্বন্দ্ব, সালিশের মধ্যে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
গরু নিয়ে দ্বন্দ্ব, সালিশের মধ্যে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল: নড়াইল পৌরসভা এলাকায় গরু নিয়ে বিরোধের সালিশ চলাকালেই ইমাম হাসান রাজু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় পৌরসভার ২নং ওয়ার্ডে আব্দুল খালেকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাজু সদর পৌরসভার ২নং ওয়ার্ডের ভাটিয়া গ্রামের হরিপদ বিশ্বাসের ছেলে ও একজন নব্য মুসলিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাগে গরু পালন করে টাকার ভাগাভাগি নিয়ে পার্শ্ববর্তী গোলাম রসুলের ছেলে জুয়েল রানার সঙ্গে সোমবার দুপরে ঝগড়া হয় ইমাম হাসান রাজুর পরিবারের। এক পর্যায়ে ঝগড়া চরমে পৌঁছালে উভয় পরিবারকে নিয়ে বিকেলে ভাটিয়া গ্রামের আব্দুল খালেকের বাড়িতে সালিশ বসে।

সালিশ চলাকালেই এক পর্যায়ে উত্তেজিত জুয়েল রানা একটি ছুরি দিয়ে রাজুকে গলায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ শফিক তমাল বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই ভিকটিম মারা গেছেন। আগামীকাল ময়নাতদন্ত করে রিপোর্ট দেওয়া হবে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবীর বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ চলছে। খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে হত্যা মামলা দায়ের হবে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এমজেএফ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।