ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে শ্রমিকদের ওপর বোমা হামলার ঘটনায় আটক ৭

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
বেনাপোলে শ্রমিকদের ওপর বোমা হামলার ঘটনায় আটক ৭

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দরে শ্রমিকদের ওপর বোমা হামলার ঘটনায় বেনাপোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জনকে আটক করেছে পুলিশ।  

শনিবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের শাহজাহান আলীর ছেলে মাওলা লিটন, একই এলাকার নজরুল ইসলামের ছেলে শিমুল হোসেন, বৃত্তি আঁচড়া গ্রামের জলিলের ছেলে বারিক, কাগজপুকুর গ্রামের মৃত মোসলেম সর্দারের ছেলে সুমন হোসেন, দিঘীরপাড় গ্রামের দাউদ কাজীর ছেলে আয়নাল কাজী, মৃত খালেকের ছেলে ইফতেখার রনি ও ভবেরবেড় গ্রামের মৃত ইস্রাফিল হোসেনের ছেলে ফারুক হোসেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গত ২৮ মার্চ বেনাপোল বন্দর দখলের চেষ্টায় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় সাত জনকে আটক করা হয়েছে। আটক আসামিদের দুপুর সাড়ে ৩টার সময় যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।