ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাছের সঙ্গে বেঁধে শিশু নির্যাতনের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, মে ২, ২০২৪
গাছের সঙ্গে বেঁধে শিশু নির্যাতনের অভিযোগ

বরিশাল:  টর্চলাইট চুরির অভিযোগ তুলে হাসিব প্যাদা (১৪) নামের এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতিত শিশুর স্বজনেরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন - বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামের গফুর প্যাদা ও তার ছেলে আল আমিন প্যাদা এবং জিয়ারুল প্যাদা।  

আহত শিশুর বাবা জুয়েল প্যাদা অভিযোগ করে বলেন, টর্চলাইট চুরির অভিযোগ তুলে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বসতঘর থেকে ডেকে নিয়ে হাসিবের হাত-পা বেঁধে নির্যাতন চালায় একই বাড়ির গফুর প্যাদা ও তার ছেলে আল আমিন প্যাদা এবং জিয়ারুল প্যাদা। এসময় শিশুর ডাকচিৎকার শুনে আমার অসুস্থ স্ত্রী রোকসানা বেগম এগিয়ে গেলে তাকেও কিল-ঘুষি মেরে আহত করা হয়।

তবে গফুর প্যাদা ও তার ছেলেরা ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

অভিযোগ প্রাপ্তির তথ্য নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ০২, ২০২৪
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।