ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাতীয় সংসদের অধিবেশন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
জাতীয় সংসদের অধিবেশন শুরু

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে শুরু হয়েছে।

অধিবেশনে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরুর পর বিলের ওপর জনমত যাচাই শুরু হয়েছে।

অধিবেশনের শুরুতেই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এছাড়া অধিবেশনে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তরপর্ব, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১), উপস্থাপনীয় কাগজপত্র ও কমিটির রিপোর্ট উপস্থাপন, বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন এবং আইন প্রণয়ন কার্যাবলী নিয়ে আলোচনা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।