ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: রাজধানীর পূর্ব জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে বাকি বিল্লাহ (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পূর্ব জুরাইন শাহ্ জালালবাগ রোডে এ ঘটনা ঘটে।

বাকি বিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার হায়দর নগর গ্রামের আহসান উল্লাহর ছেলে। ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড় বাকি বিল্লাহ পূর্ব জুরাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বাকি বিল্লাহর দাদা আব্দুস সাত্তার জানান, জুরাইনের এটি তাদের নিজেদের বাড়ি। বিকেলে বাড়ির পাশে দাদা নাতি মিলে রাস্তার পাশে একটি লোহার খুঁটি গাড়ছিল। লম্বা খু*টিটি ধরে রেখেছিলো বাকি বিল্লাহ। তখন সেটি উপরের বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শ লাগলে সে অচেতন হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাড়ে ৫ টায় মৃত ঘোষণা করেন।

 ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।