ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইঞ্জিনচালিত ইটভাঙা মেশিন উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
ইঞ্জিনচালিত ইটভাঙা মেশিন উল্টে চালক নিহত

নড়াইল: নড়াইলে ইঞ্জিনচালিত ইটভাঙা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে চালকের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নড়াইল সদরের এস এম সুলতান সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

 
 
নিহত চালকের নাম রমজান (২৫)। তিনি নড়াইল সদর উপজেলার পাইকমারী গ্রামের এরশাদ আলীর ছেলে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চার সহযোগীসহ চালক রমজান শুক্রবার সকালে বাড়ি থেকে ভাড়ায়চালিত ইটভাঙা গাড়ি নিয়ে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় কাজে যাচ্ছিলেন। পথে এস এম সুলতান সেতুর পশ্চিম পাশে সংযোগ সড়কের ঢাল দিয়ে নামার সময় তিনি নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এসময় অন্যরা সরে গিয়ে রক্ষা পেলেও রমজান মেশিনের নিচে চাপা পড়েন।
 
স্থানীয়দের সহযোগিতায় সঙ্গাহীন অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।