ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

রেললাইন শুধু মাগুরা নয় যাবে ঝিনাইদহের কালিগঞ্জেও: রেলমন্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ১৮, ২০২৪
রেললাইন শুধু মাগুরা নয় যাবে ঝিনাইদহের কালিগঞ্জেও: রেলমন্ত্রী 

মাগুরা: মাগুরার রামনগর ঠাকুরবাড়ি এলাকায় নির্মাণাধীন রেললাইন শুধু মাগুরা জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এই রেললাইনটি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ রেললাইনের সঙ্গে যুক্ত করা হবে।

মাগুরায় রেলপথ নির্মাণে কাজ শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরে।  

দীর্ঘদিন হয়েছে জমি অধিগ্রহণের টাকাও দেওয়া হয়েছে। এখনও জেলা প্রশাসক জমি দিতে পারছেন না, কিন্তু কেন এটা বুঝতে পারছি না। তাই জমি অধিগ্রহণে কী সমস্যা আছে বাস্তবে দেখার জন্য আসছি।  

শনিবার (৮ মে) দুপুরে ফরিদপুরের কামারখালী হয়ে মাগুরা রামনগর ঠাকুরবাড়ি নির্মাণাধীন রেললাইন পরিদর্শনকালে একথা বলেন মন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে নবনির্মিত রেল পথের কাজের অগ্রগতি ও ভূমি অধিগ্রহণের নানা জটিলতার কথা শোনেন।

এদিকে ফরিদপুরের কামারখালীতে রেলপথ নির্মাণের কাজ ৫০ ভাগ শেষ হয়েছে। মাগুরার অংশে জমি অধিগ্রহণের কারণে নানা কাজে ধীর গতি রয়েছে। এছাড়া প্রকল্প চালু হওয়ার পর থেকে মহামারি করোনা এবং জমি অধিগ্রহণের কারণে সময় নষ্ট হয়েছে।

মাগুরার অংশে রেললাইন নির্মাণে যেন গতি ফিরে আসে সে বিষয়ে জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি জমি অধিগ্রহণের নানা জটিলতার বিষয়ে সমাধান করার চেষ্টা করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।