ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

জয়পুরহাট গার্লস ক্যাডেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
জয়পুরহাট গার্লস ক্যাডেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুল গনির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন বিজয়ীরা

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ১৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবস ও পুরস্কার বিতরণী মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুল গনি।

গত ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য আয়োজনে ছিল ক্যাডেটদের ২০০০ মিটার স্প্রিন্ট, ১৫০০ মিটার স্প্রিন্ট, ২০০০ মিটার রিলে রেস, ১৫০০ মিটার রিলে রেস, হার্ডেলস, জ্যাভলিন থ্রো, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপসহ নানা প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুলতানা রাজিয়া হাউস। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।