ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

‘ওড়না কোথায়’ বলে তরুণীকে হেনস্তা করা সেই যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৯, অক্টোবর ১৭, ২০২৫
‘ওড়না কোথায়’ বলে তরুণীকে হেনস্তা করা সেই যুবক গ্রেপ্তার গ্রেপ্তার মহিন মজুমদার

ঢাকা: এক তরুণীকে তার পোশাক (ওড়না কোথায় বলে) নিয়ে হেনস্তার অভিযোগে মহিন মজুমদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ১৭ ঘণ্টা আগে দেওয়া এক পোস্টে জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, একজন যুবক এক তরুণীকে তার পোশাক নিয়ে হেনস্তা করছেন।

পুলিশ মহিন মজুমদার নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে

পোস্টে পুলিশ জানায়, আমাদের সমাজে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও রুচির মানুষ বাস করে। ফলে পোশাকেও বৈচিত্র্য থাকবে, এটাই স্বাভাবিক। তবে একজনের পোশাক অন্য কারও কাছে দৃষ্টিকটু মনে হলে তার নামে যথাস্থানে অভিযোগ জানানো যেতে পারে, কিন্তু তাকে আক্রমণ করা বা হয়রানি করা দণ্ডনীয় অপরাধ।

এছাড়া, বাংলাদেশ পুলিশ নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক নাগরিককে নিরাপত্তা প্রদান ও যেকোনো ধরনের হয়রানি থেকে মুক্ত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বলে পোস্টে উল্লেখ করা হয়।

ওই ফেসবুক পোস্টের নিচে কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৪০০টির বেশি মন্তব্য জমা পড়ে। অনেকেই পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন, তবে কেউ কেউ সংশয়ও প্রকাশ করেছেন।

এক মন্তব্যকারী আগের একটি ঘটনার প্রসঙ্গ টেনে লিখেছেন, আমি ফুল কিনতে যাচ্ছি। আপনারা তাকে যখন ছেড়ে দেবেন, তখন তো তাকে আবার ফুলের মালা দিয়ে বরণ করে আনতে হবে!

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এমএমআই/এসআরএস /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।