ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লঞ্চে আগুন: নিখোঁজদের পেতে দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা

জাহিদুল ইসলাম মেহেদী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
লঞ্চে আগুন: নিখোঁজদের পেতে দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা লঞ্চে আগুন: নিখোঁজদের পেতে দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা

বরগুনা: ঝালকাঠি সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৩২ জনের দাবি জানিয়ে সিআইডি (ডিএনএ) ফরেনসিক ল্যাবে নমুনা দিয়েছেন ৪৮ জন। নিখোঁজদের পেতে দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা।

এদিকে মরদেহ শনাক্ত করতে টানা দু'দিন ধরে নমুনা সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শেষ হয়েছে নমুনা সংগ্রহ কার্যক্রম।

সিআইডির কর্মকর্তারা বলছেন, এক মাস সময় লাগবে ডিএনএ-এর মাধ্যমে মরদেহ শনাক্ত করতে।

লঞ্চে অগ্নিকাণ্ডে স্ত্রী তাসলিমা, দুই কন্যা সুমাইয়া ও সুমনাকে হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন সদরের মোল্লার হোড়া এলাকার সুমন সরদার। ঝালকাঠি, বরিশাল, শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রিয়জনকে খুঁজে না পেয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি। তার দাবী লঞ্চ চালকদের অবহেলার কারণেই প্রিয়জনদের হারিয়েছেন তিনি।

নিখোঁজদের স্বজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন জেলা প্রশাসক। তিনি স্বজনদের অনুরোধ জানান- নিখোঁজদের নাম জেলা প্রশাসনের তালিকাভুক্ত করে নমুনা দেওয়ার জন্য।

এদিকে সোমবার ও মঙ্গলবার বরগুনায় ৪৪ জন ও ঝালকাঠিতে ২ জনের স্বজনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি।

নমুনা সংগ্রহের দায়িত্বে থাকা সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান বিপিএম পিপিএম ও সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার পিপিএমের (সেবা) বরাত দিয়ে ল্যাবের পরিক্ষক মো. রবিউল ইসলাম (ডিএনএ) বলেন, মরদেহের সঙ্গে ডিএনএ ম্যাচ করতে সময় লাগতে পারে একমাস। বুধবার বরিশাল থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে প্রশাসন। এছাড়া ঝালকাঠি থেকে আরও চারজন নমুনা দিয়েছেন। ইতিমধ্যে নিখোঁজ তালিকার ৬ ও ২৬ ক্রমিক নম্বরের মরদেহ শনাক্ত হয়েছে।

জেলা প্রশাসক কন্ট্রোল রুমের তথ্য মতে, ৩২ তালিকাভুক্তারা হলেন- বরগুনা সদর উপজেলার কুমরাখালী গ্রামের হনুফা আক্তার রিমু (২১), বেতাগী উপজেলার দক্ষিণ করোনার রিনা বেগম (৩৫), পাথরঘাটা উপজেলার টেংরাগিরির ফজিলা আক্তার পপি (৩৭), তালতলী উপজেলার ছোট বগীর রেখা বেগম (৩৮), তালতলীর কাজিরখিল গ্রামের রাসেল মিয়া (৩৩), তালতলীর জাকির তবকের জুনায়েদ হোসেন (০৫), বেতাগীর মোকামিয়ার তরিকুল ইসলাম (৩৫), ঢলুয়া ইউনিয়নের মোস্তাচ্ছিম (১০), এম বালিয়াতলী ইদ্রিস খান (৫২), বেতাগী উপজেলার দক্ষিণ করোনার রোশনি আক্তার রিমা (১৫), একই এলাকার কুলসুম (০৪), বরগুনা সদর উপজেলার হাকিম শরীফ (৪৫), সদরের লবনগোলা পাখি বেগম (৩২), বড় লবণ গোলার নছরুল্লাহ (০২), পটুয়াখালীর মির্জাগঞ্জের রিনা বেগম (৩২), উপজেলার দেউলির রুনু আক্তার লিমা (১৪), উপজেলার শ্রীনগরের জাহানারা বেগম (৪৫), বরগুনা বামনা উপজেলার ঘোলাঘাটার হাকিম হাওলাদার (৬৮) , বামনা উপজেলার নিমতলীর হাসিব (২০), বরগুনার সদরের রাজিয়া সুলতানা (৪০), একই উপজেলার পরীরখালের নুসরাত (০৮), ঢলুয়া গ্রামের মাহিন (৩৪), নরসিংদী জেলা সদরের ইমন (০৮), বরগুনা সদর এর তাসলিমা (৩৫), একই উপজেলার মোল্লার হোড়া গ্রামের মিমের বোন তানিশা (১২), ঢাকা জেলার ডেমরার জুনায়েদ (০৮), বরগুনা সদর উপজেলার রায়ের তবকের শারমিন আক্তার পান্না (২৫), আব্দুল্লাহ (০৪), আছিয়া (০১), জীবন (১২), বরগুনার সদরের খেজুরতলার শিমু (২৩)।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।