ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

শিবচরে পদ্মা থেকে ৬ জেলে আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, অক্টোবর ১৮, ২০২১
শিবচরে পদ্মা থেকে ৬ জেলে আটক  ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ছয় জেলেকে আটক করেছে পুলিশ।  

সোমবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার একাধিক স্থানে এ অভিযান চালানো হয়।

মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে অভিযানে অংশ নেয় উপজেলা মৎস্য দপ্তর, শিবচর থানা ও নৌপুলিশ।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, সোমবার ৫ ঘণ্টার অভিযানে পদ্মা নদী থেকে ছয় জেলেকে আটক করা হয়। এ সময় ১২ হাজার ৩০০ মিটার জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত ছয় জেলেকে সাতদিন করে কারাদণ্ড দেন। জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর মাছগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়।  

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বাংলানিউজকে জানান, মা ইলিশ রক্ষায় প্রতিদিনই পদ্মায় অভিযান চলছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত। এরপর সকাল থেকে দুপুর পর্যন্ত এবং বিকেল থেকে রাত ৮-৯টা পর্যন্ত নিয়মিত অভিযান চালানো হচ্ছে নদীতে। ইলিশ ধরা নিষিদ্ধ সময়ের শেষদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।