ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গণঅভ্যুত্থানকালে কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, সেপ্টেম্বর ১৯, ২০২৫
গণঅভ্যুত্থানকালে কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেপ্তার

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া সাকিব ওরফে বাবু (২৩) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ফাঁসির আসামিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এটিইউর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

এটিইউ জানায়, আসামি সাকিব ওরফে বাবু ও তার সহযোগীরা ২০২০ সালের ২৫ জুন পারস্পরিক যোগসাজসে শরীয়তপুর জাজিরা থানাধীন পূর্ব নাওডোবা হাজী কালাই মোড়লের কান্দি গ্রামের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শাকিল মাদবরকে (১৫) অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন। কিন্তু মুক্তিপণ না পাওয়ায় আসামিরা শাকিল মাদবরকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে স্থানীয় নির্মাণাধীন রেল সেতুর পাশে পুঁতে রাখেন। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা হয়।  

মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে আদালত বিচারকার্য সমাপ্তির পর সাকিব ওরফে বাবুকে মৃত্যুদণ্ড দেন। তিনি গ্রেপ্তার হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ছিলেন।

কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামি সাকিব ওরফে বাবু গত বছরের ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে আত্মগোপন চলে যান। এই পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ মামলা দায়ের করে। গ্রেপ্তার এড়াতে আসামি দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।  

এটিইউর একটি দল জিএমপির কোনাবাড়ী থানার অধিযাচনপত্রের ভিত্তিতে এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।