ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, জুলাই ২৬, ২০২১
কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

ঢাকা: রাজধানীর কদমতলী থানার মুন্সিখোলা এলাকায় একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩২) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

আলমগীর হোসেন ওই কারখানার বিদ্যুৎ মিস্ত্রি ছিলেন।

তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার শরিফবাগ এলাকার বাসিন্দা।

সোমবার (২৬ জুলাই) বিকেলে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত আলমগীরের সহকর্মী দ্বীন ইসলাম বাংলানিউজকে জানান, তারা মুন্সিহাটি হাজী তাহের রড কারখানায় বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করেন। আলমগীর মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।