ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সরকারি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা পুনঃনির্ধারণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, সেপ্টেম্বর ১৮, ২০২৫
সরকারি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা পুনঃনির্ধারণ অর্থ মন্ত্রণালয়

ঢাকা: বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের অধীন সকল সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা পুনঃনির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ, প্রবিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত এক পরিপত্র জারি করা হয়েছে।

যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত পরিপত্রে জানানো হয়েছে, সরকার বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের অধীন সকল সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কোর্সসমূহে ভাতা নিম্নবর্ণিত হার ও শর্তে পুনঃনির্ধারণ করা হলো।

নবম গ্রেড থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীদের কেন্দ্রে অবস্থানকালীন সময় ৮০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন সময় এক হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।

এছাড়া দশম গ্রেড থেকে তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের কেন্দ্রে অবস্থানকালীন সময় ৬০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন সময় ৭০০ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে কিছু শর্তের কথা বলা হয়েছে।  

সেগুলো হলো-

এ খাতে বরাদ্দকৃত অর্থ হতে এ ব্যয় নির্বাহ করতে হবে, এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। এ ব্যয়ে যাবতীয় আর্থিক বিধিবিধান প্রতিপালন করতে হবে। নিজস্ব resource ceiling এর মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে এবং এ ব্যয়ে কোনো আর্থিক অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ পরিপত্র জারির তারিখ হতে কার্যকর হবে।

জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।