ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে আগুনে পুড়লো দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, আগস্ট ৬, ২০২০
পিরোজপুরে আগুনে পুড়লো দোকান আগুনে দোকান পুড়ে ছাই

পিরোজপুর: পিরোজপুরের পাঁচপাড়া বাজারে আগুন লেগে একটি দোকান পুড়ে গেছে। বুধবার (৫ আগস্ট) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জগদীশ মণ্ডল বাংলানিউজকে জানান, রাত সোয়া ১২টার দিকে তার মুদি দোকানে আগুন লাগে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানে থাকা নগদ পৌনে ২ লাখ টাকা ও জিনিসপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাঁচপাড়া বাজার কমিটির সভাপতি মো. লিটন শিকদার বাংলানিউজকে বলেন, ওই রাতে বাজারে আগুন লাগার খবর পেয়ে নাজিরপুর ও পিরোজপুর ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।