ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

করোনা উপসর্গে রাজশাহীতে আরও ৪ জনের প্রাণহানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, জুন ২২, ২০২০
করোনা উপসর্গে রাজশাহীতে আরও ৪ জনের প্রাণহানি ছবি প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজনই মারা গেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে। আর অপরজনের মৃত্যু হয়েছে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে।

সোমবার (২২ জুন) রামেক হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস বিকেলে তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকে বিকেলে পর্যন্ত পর পর চারজনের মৃত্যু হয়েছে।

তাদের প্রত্যেকেরই করোনা উপসর্গ ছিল। তাই বিষয়টি নিশ্চিত হতে মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, এর আগে রোববার (২১ জুন) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চারজন মারা গেছেন। তাদের প্রত্যেকেরই করোনার উপসর্গ ছিল। এ নিয়ে দুই দিনে রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হলো। স্বাস্থ্যবিধি মেনে সবার মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুন ২২, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।