bangla news

সিরাজগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৯ ২:২৬:০৯ পিএম
জব্দকৃত ইয়াবা ও আটক যুবক। ছবি: বাংলানিউজ

জব্দকৃত ইয়াবা ও আটক যুবক। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: নাটোর জেলার লালপুরে অভিযান চালিয়ে ৩ হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। 

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নাটোর জেলার লালপুর থানার শিবনগর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। রবিউল ইসলাম লালপুরের পুরাতন ঈশ্বরদী (এয়ারপোর্ট মোড়) গ্রামের মৃত খলিল মণ্ডলের ছেলে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্পেশাল কোম্পানি র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. শফিকুর রহমান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নাটোর জেলার লালপুর শিবনগর গ্রামের মৃত ফরিদ শেখের বাড়িতে অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৯০২ পিস ইয়াবা ও ১টি মোবাইল সেট জব্দ করা হয়। এ ঘটনায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুন ১৯, ২০২০
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   সিরাজগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-19 14:26:09