ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে লকডাউন এলাকায় জীবাণুনাশক স্প্রে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
সিলেটে লকডাউন এলাকায় জীবাণুনাশক স্প্রে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে করোনা আক্রান্ত সেই চিকিৎসকের বাসাসহ পুরো এলাকায় জীবাণুনাশক ছিটানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে আক্রান্ত ওই চিকিৎসকের নগরের হাউজিং এস্টেট বাসায় জীবাণুনাশক স্প্রে করে সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য শাখার লোকজন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কেবল ওই চিকিৎসকের বাসাই নয়, পুরো লকডাউন করা পুরো এলাকা জীবাণুনাশক ছিটিয়েছি।

তিনি বলেন, ওই চিকিৎসক মসজিদেও গেছেন। সোসাইটিতে অনেকের সঙ্গে মেলামেশা করেছেন। তাই সামাজিক নিরাপত্তার বিষয়টি চিন্তায় নিয়ে পুরো এলাকায় জীবাণুনাশক স্প্রে করেছি।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় নগরের সিলেট নগরের অভিজাত এলাকাখ্যাত হাউজিং এস্টেটে এক চিকিৎসকের দেহে করোনার উপস্থিতি নিশ্চিত হন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল। তার রক্ত নমুনা পরীক্ষায় বিষয়টি জানার পর প্রথমে ওই চিকিৎসকের বাসা লকডাউন করা হয়।  

সোমবার সকাল থেকে নগরের ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এস্টেট পুরো এলাকা লকডাউন করে দেয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।