ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে মারা যাওয়া সেই যুবকের করোনা নেগেটিভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
ফেনীতে মারা যাওয়া সেই যুবকের করোনা নেগেটিভ

ফেনী: ফেনী সদর উপজেলার ছনুয়ায় বুধবার মারা যাওয়া সেই যুবক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন না। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বিষয়টি জানান জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন।

তিনি জানান, বুধবার ওই যুবকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে এনে পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়। শুক্রবার বিকেলে তার রিপোর্ট নেগেটিভ বলে জানানো হয়।

ডা. সাজ্জাদ হোসেন আরো জানান, ওই পরিবারের লকডাউন প্রত্যাহার করা হয়। তবে ওই পরিবার হোম কোয়ারেন্টিনে থাকবে।

করোনা উপসর্গ নিয়ে বুধবার এক যুবকের (৩০) মৃত্যু হয়। ওই যুবকের জ্বর ও শ্বাসকষ্ট ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ফেনী সেন্ট্রাল হাইস্কুল সংলগ্ন একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন ওই যুবক।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।