ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিএসই প্রেসিডেন্টের জাল প্যাড ও স্বার ব্যবহারের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রেসিডেন্ট মোহাম্মদ শাকিল রিজভীর নামাঙ্কিত জাল প্যাড ও স্বার ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।


সোমবার ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

  বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় অসাধু ব্যক্তি ডিএসই প্রেসিডেন্টের প্যাড ও স্বার জাল করে অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ডিএসই’র সদস্যপদ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশ ব্যাংকে ২২ কোটি ৫০ লাখ টাকা জমা দেওয়ার জন্য চিঠি পাঠাচ্ছে। যা সম্পূর্ণ বেআইনি ও নিয়ম বহির্ভূত।

এ অবস্থায় এ ধরনের চিঠির পরিপ্রেক্ষিতে কোনো ধরনের লেনদেন না করা অথবা ব্যাংকে কোনো অর্থ জমা না দিতে ডিএসই সবাইকে সতর্ক করে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।