bangla news

ধর্মঘট স্থগিত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট সড়কে যান চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-২০ ২:১৮:২৬ পিএম
পরিবহন ধর্মঘট পরিস্থিতি, ছবি: শাকিল আহমেদ

পরিবহন ধর্মঘট পরিস্থিতি, ছবি: শাকিল আহমেদ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ডাকা ধর্মঘট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত করা হয়েছে। এতে আবার সচল হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে আন্দোলনরত পরিবহন শ্রমিকরা হুট করে ডাকা ধর্মঘট স্থগিত করেন।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসনিম হোসেন বাংলানিউজকে বলেন, শ্রমিকদের বারবার বোঝানোর পর তারা আন্দোলন স্থগিত করেছেন। সড়কে এলোপাতাড়িভাবে ফেলে রাখা গাড়ি নিয়ে তারা সরে গেছেন। এতে যান চলাচল শুরু হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে।

এর আগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, কাঁচপুরসহ ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে অবস্থান নেন পরিবহন শ্রমিকরা। তারা সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এর মধ্যে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও কাঁচপুরে দেখা যায়, শ্রমিকরা বিভিন্ন পরিবহনের বাস দিয়ে রাস্তা আটকে যান চলাচল বন্ধ করে রেখেছেন।

আরও পড়ুন>>
না’গঞ্জে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে পরিবহন ধর্মঘট
না’গঞ্জে সব টিকিট কাউন্টার বন্ধ, সাইনবোর্ডে চলছে না রিকশাও
না’গঞ্জে শ্রমিক ধর্মঘট: উপচেপড়া ভিড় ট্রেনে, শিডিউল বিপর্যয়
ঢাকা-না’গঞ্জ যানবাহন বন্ধ, ভোগান্তিতে লাখো মানুষ
ধর্মঘট না মেনে গাড়ি নামানোয় কয়েকজন চালককে মারধর

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   নারায়ণগঞ্জ নিরাপদ সড়ক চাই
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-20 14:18:26