ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

কর্মকর্তাদের আবাস-কর্মস্থল পরিচ্ছন্ন রাখার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
কর্মকর্তাদের আবাস-কর্মস্থল পরিচ্ছন্ন রাখার নির্দেশ বৈঠকে উপস্থিত অতিথিরা

ঢাকা: ডেঙ্গুর প্রার্দুভাবরোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের আবাসস্থল ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এডিস মশার বিস্তাররোধে এ পদক্ষেপ।

এছাড়া যেসব চিকিৎসক বিভিন্ন প্রশিক্ষণে রয়েছেন তাদের প্রশিক্ষণ আপাতত বন্ধ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় নিয়োজিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান মন্ত্রিপরিষদের উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলের বাইরে ঈদ না করতে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।