বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর তিল্লি এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
শারমিন উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. সোহাগ আলীর মেয়ে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, বুধবার (১২ জুন) দুপুরে শারমিন তার বন্ধুদের নিয়ে গোপালপুর ধলেশ্বরী নদীতে গোসল যায়। এক পর্যায়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওইদিন সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে উদ্ধার কাজ স্থগিত করে।
পরদিন সকাল আবারও উদ্ধার কাজ শুরু হলে বেলা ১১টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
এনটি