ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, জুন ১৩, ২০১৯
মানিকগঞ্জে নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ: নিখোঁজের একদিন পর মানিকগঞ্জের ধলেশ্বরী নদী থেকে শারমিন আক্তার নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর তিল্লি এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শারমিন উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. সোহাগ আলীর মেয়ে।

সে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, বুধবার (১২ জুন) দুপুরে শারমিন তার বন্ধুদের নিয়ে গোপালপুর ধলেশ্বরী নদীতে গোসল যায়। এক পর্যায়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওইদিন সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে উদ্ধার কাজ স্থগিত করে।  

পরদিন সকাল আবারও উদ্ধার কাজ শুরু হলে বেলা ১১টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।