ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাকুন্দিয়ায় বাসচাপায় পথচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
পাকুন্দিয়ায় বাসচাপায় পথচারীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রাবাহী একটি বাসচাপায় মাইন উদ্দিন (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইন উদ্দিন উপজেলার চরপাড়াতলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

 

স্থানীয়রা জানান, দুপুরে শ্রীরামদী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন মাইন উদ্দিন। সেখান থেকে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের শ্রীরামদী এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের যাত্রাবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  
  
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।