ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তথ্যবিজ্ঞানী ড. মির্জা আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
তথ্যবিজ্ঞানী ড. মির্জা আর নেই ড. মির্জা মোহাম্মদ রেজাউল ইসলাম

ঢাকা: গ্রন্থাগার পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতির (বেলিড) সভাপতি এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির গ্রন্থাগারিক ড. মির্জা মোহাম্মদ রেজাউল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।

তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ১১ মার্চ স্ট্রোকে আক্রান্ত হয়ে উত্তরার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ড. মির্জা। গত ১৩ মার্চ অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।  

তার মৃত্যুতে শোক জানিয়েছে গ্রন্থাগার পেশাজীবী পরিবার। তার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতি।  

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
টিআর/এএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ